একটা শিশুর সবচেয়ে বড় শিক্ষাদাতা কে ? নিঃসন্দেহে তার পরিবার।
একটা শিশুর জন্যে সবচেয়ে বড় শিক্ষাটা কি? তার ব্যবহার, মূল্যবোধ, আত্মসম্মান।
তো আপনি কিভাবে আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দেবেন? নিশ্চয় উপদেশের ঢং-এ নয়। কারণ সেটাতে একটা শিশু খুব বেশি আগ্রহ পাবে না, আবার সে যে সেগুলো বুঝে তার মর্মটুকু আত্মীকরণ করবে সেটা ভাবাটাও নিছক বোকামী। তাহলে শেখাবেন কিভাবে ? সহজ উত্তর। তার মতো করে, তার যেটা ভালো লাগে সেই উপায়ে।
আপনি নিশ্চয় খেয়াল করেছেন, আপনার শিশুসন্তানটিকে একটি গল্প শুনতে ডাকলে সে তখনই হাটু গেড়ে বসে প্রস্তুত। এর উপর আপনি যদি শুরুই করেন এই বলে যে - এক দেশে একটা ইদুর থাকতো! তবে তো কথাই নেই। সে ঐ ইদুরটাকে তার সামনে স্পষ্ট দেখতে পাবে। এখন, যেহেতু সে গল্পটাতে ঢুকে গেছে আপনি এই গল্পের মাধ্যমে যা কিছু তাকে শেখাবেন সেটা তার কোমল হৃদয়ে গেঁথে যাবে সুস্পষ্টভাবে।
কিভাবে শেখাবেন সেটা তো জানলেন, এবার ভাবছেন এরকম গল্পগুলো কোথায় পাবেন? আসলে গল্পগুলো আছে আপনার হাতেই কাছেই। পৃথিবীর মানুষের মুখে মুখে চলে আসা সব লোকগল্প। এতে আপনি শিশুটির মনযোগ আকর্ষণের খোরাকও পাবেন আবার পাবেন তার ব্যবহার, মূল্যবোসধ আর আত্মসম্মান গড়ে তোলার মত সারকথাও।
আমি জানি এবার আপনি নিশ্চয় ভাবছেন, সবই তো বুঝলাম এখন সারা পৃথিবীর লোকগল্প বাপু কোথায় খুঁজে বেড়াবো? এই বিশেষ সমাধানটি দিতেই এতো কথার কথকতা। এবারের একুশে বইমেলায় মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছে তুহিন তালুকদারের প্রথম অনুবাদ গ্রন্থ বিশ্বলোকের গল্প। বইটিতে আপনি পাবেন বিশ্বের ১২টি দেশের ১৪টি লোকগল্প। এখান থেকে আপনি শুধু গল্প বা গল্পের সারকথাই পাবেন শুধু তা কিন্তু নয়। ঐ দেশ বা এলাকাগুলোর মানুষের জীবনধারা বা মূল্যবোধকেও খুব সহজেই আপনি উপলব্ধি করতে পারবেন, আর তা ছড়িয়ে দিতে পারবেন আপনার শিশুটির হৃদয়ে। এতে সে তার শিক্ষাগুলোর পাশাপাশি সারা পৃথিবীর মানুষের কাছাকাছিও পৌছে যাবে। পেয়ে যাবে জীবনপথে চলার সবচেয়ে বড় রসদ।
বিশ্বলোকের গল্পঃ শিক্ষা আর মানুষের গল্প
Moloy Adhikary https://bookshelvez.com//Attachments/BookCovers/4.jpgএকটা শিশুর সবচেয়ে বড় শিক্ষাদাতা কে ? নিঃসন্দেহে তার পরিবার। একটা শিশুর জন্যে সবচেয়ে বড় শিক্ষাটা কি? তার ব্যবহার, মূল্যবোধ, আত্মসম্মান। তো আপনি কিভাবে আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দেবেন? নিশ্চয় উপদেশের ঢং-এ নয়। কারণ সেটাতে একটা শিশু খুব বেশি আগ্রহ পাবে না, আবার সে যে সেগুলো বুঝে তার মর্মটুকু আত্মীকরণ করবে সেটা ভাবাটাও নিছক বোকামী। তাহলে শেখাবেন কিভাবে ? সহজ উত্তর। তার মতো করে, তার যেটা ভালো লাগে সেই উপায়ে।
বিশ্বলোকের গল্পঃ শিক্ষা আর মানুষের গল্প
https://bookshelvez.com//Attachments/BookCovers/4.jpg