একটা শিশুর সবচেয়ে বড় শিক্ষাদাতা কে ? নিঃসন্দেহে তার পরিবার। একটা শিশুর জন্যে সবচেয়ে বড় শিক্ষাটা কি? তার ব্যবহার, মূল্যবোধ, আত্মসম্মান। তো আপনি কিভাবে আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দেবেন? নিশ্চয় উপদেশের ঢং-এ নয়। কারণ সেটাতে একটা শিশু খুব বেশি আগ্রহ পাবে না, আবার সে যে সেগুলো বুঝে তার মর্মটুকু আত্মীকরণ করবে সেটা ভাবাটাও নিছক বোকামী। তাহলে শেখাবেন কিভাবে ? সহজ উত্তর। তার মতো করে, তার যেটা ভালো লাগে সেই উপায়ে।

ইউভাল নোয়াহ হারারি তার বিখ্যাত বই “স্যাপিয়েন্স”-এ বলেছিলেন মানুষের সভ্যতাকে সুগঠিত করতে সাহায্য করেছে মানুষের বানানো বিভিন্ন গল্প। কথাটাকে যদি আরও একটু সামনে বাড়িয়ে নিই তাহলে বলা যায়, গল্প যদি না থাকত তাহলে মানুষ হয়তো তার আজকের অবস্থানে আসতেই পারত না। মানুষই বিভিন্ন গল্প বানায় আবার মানুষই সেসব গল্প বিশ্বাস করে। কিছু গল্পের স্থানভেদে চরিত্রগুলো আলাদা হলেও গল্পের কাঠামোটা একই থাকে, অর্থাৎ গল্পের ভেতরের বার্তাটা কখনো পালটে যায় না। আবার কিছু গল্প থাকে, যা ওই স্থানকে, ওই জায়গার মানুষকে, তাদের লৌকিক আচার-আচরণ, মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। এইরকমই কিছু গল্পের সমষ্টি হল তুহিন তালুকদারের “বিশ্বলোকের গল্প” বইটি।

Who sells this book (0)
মাওলা ব্রাদার্স 1st Published, 2019 9789849358978 https://bookshelvez.com//Attachments/BookCovers/4.jpg