Reviews by tag: মেসিয়াহ

প্রস্তাবনাতে লেখক আতাউর রহমান সিহাব যা বলেছেন তার পুরোটাই সত্য। বিবলিকাল ফিকশনের আদলে তিনি আসলে সৃষ্টির আদি থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ঘটতে থাকা সকল ঘটনাকেই সংযুক্ত করেছেন সূক্ষ্ম একটি সুতোয়। আসলেই তো এমন হতে পারে, একটি ঘটনা আমরা যেমনভাবে দেখছি, আসলে ঠিক তেমনটাই নয়। আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে হয়ত বেরিয়ে আসতে পারে ঘটনার অন্তরালের অনেক অজানা ঘটনা। আবার এমনও হতে পারে, আমি বা আপনি নিজেদেরকে যেখানে দেখছি বা নিজেদেরকে যা ভাবছি তার চেয়েও বড় কোন ঘটনার জন্যেই আমাদের আগমন। হয়ত বা এমনও হতে পারে, নিজেদেরকে আমরা যা ভাবছি আদতে আমরা তা নই!