Reviews by tag: জীবনী

এক চাচাতো বোন যখন আমার হাতে বইটা তুলে দিচ্ছিল তখন অপর চাচাতো বোন পাশ থেকে বলেছিল, “এই বই যে ওকে দিচ্ছিস, ও কি এই বই বুঝতে পারবে? আর এই বই পড়ার মতন কি ওর বয়স হয়েছে?” বই হাতে দিতে দিতে চাচাতো বোনটি তখন বলেছিল, “আমি এই বই ক্লাস এইটে থাকতে পড়েছিলাম। আমি বুঝতে পারলে ও বুঝতে পারবে না কেন?” আমার উপর বিশ্বাস রাখার জন্য চাচাতো বোনকে ধন্যবাদ। আমি যে শুধু বইটা পড়ে বুঝেইছিলাম তা নয়, এক পর্যায়ে আমি জয়িতার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর প্রেমে পড়ার জন্যেই কিনা জানি না জয়িতার নেয়া অইরকম সিদ্ধান্তটি সেই বয়সে কখনোই মেনে নিতে পারিনি। এক প্রবল বিরাগ জন্মেছিল সেই বয়সে জয়িতার উপরে। এই রকম একটা কাজ জয়িতা কীভাবে করতে পারল? পাঁড় পাঠকেরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোন বইয়ের কথা বলছি।