শহীদুল জহিরের "সে রাতে পূর্ণিমা ছিল" উপন্যাসের দ্বিতীয় লাইনেই লেখক লিখে ফেলেন উপন্যাসের প্রধানতম ঘটনাটি, একেবারে আচমকাই, খুবই সাধারণ ভাবে, "আততায়ীদের হাতে ভাদ্র মাসের এক মেঘহীন পূর্ণিমা রাতে সুহাসিনীর মফিজুদ্দিন মিয়া সপরিবারে নিহত হওয়ার পরদিন, গ্রামবাসীদের কেউ কেউ মহির সরকারের বাড়ির প্রাঙ্গনে এসে জড়ো হয়।" এই যে উপন্যাসের প্রধান ঘটনাটি এত নিরাসক্ত আর নির্লিপ্ত ভঙ্গিতে লেখক লেখেন যে এটাই হয়ে যায় শহীদুল জহিরের লেখার অন্যতম বৈশিষ্ট্য।