Short Reviews (1)

#1: এই বইকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত আনন্দের স্মৃতি এই যে বইটা নিয়ে লিখেছিলেন আমার প্রিয় একজন লেখক প্ৰয়াত শহীদুল জহির । শহীদুল জহির তাঁর লেখক জীবনে এই একটামাত্র গ্রন্থসমালোচনাই করেছিলেন। সে লেখাটার ইতিহাসমূল্য বিবেচনা করে, পরিশিষ্ট শহীদুল জহিরের গ্রন্থসমালোচনাটা এই বইয়ের শেষে যুক্ত করে দিলাম।


বইটি প্রকাশিত হওয়ার পর পত্রপত্রিকায় এ নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে। বিশেষ করে বইটির ব্যাতিক্রমী প্রকরণ নিয়ে মনোযোগী হয়েছেন অনেকেই। এটা গল্প, উপন্যাস না প্রবন্ধ এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে বইটিকে বিশেষ কোন তকমা পড়ানোর ব্যাপারে লেখকের আগ্রহ নেই। চেক লেখক মিলান কুন্ডেরা একটা ব্যক্তিগত ডিকশনারী লিখেছিলেন, যেখানে তিনি শব্দগুলোকে নিজের মত করে অর্থ করে নিয়েছিলেন। সেই বই থেকে শাহাদুজ্জামান অনুপ্রাণিত হয়েছিলেন একটি ব্যক্তিগত বর্ণমালা বই লিখতে, যার নাম ‘বিসর্গতে দুঃখ’। এটাকে বড়দের বর্ণমালার বইও বলা যেতে পারে।

Who sells this book (0)
বাঙলায়ন 1st Edition 9847008503847 https://bookshelvez.com//Attachments/BookCovers/57.jpg