বইটা পড়তে পড়তে আমাদের আয়লান কুর্দির কথা মনে পড়ে যাবে। সেই আয়লান কুর্দি যার নিথর দেহ এতটাই শান্ত আর সুন্দর আর স্নিগ্ধ আর ভয়ংকরভাবে পড়েছিল সমুদ্রতটে যেন প্রথম দেখায় মনে হতে পারে সে বুঝি ঘুমিয়ে আছে সেখানে। মূলত আয়লান কুর্দির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই বইটি লিখেছেন লেখক খালেদ হোসাইনি। বইটি উৎসর্গ করেছেন সেইসব হাজারো শরনার্থীকে যারা নিগ্রহ আর নিপীড়নের শিকার হয়ে বেছে নিয়েছিল সমুদ্র যাত্রার মতন ভয়ংকর অভিযান।

Who sells this book (0)
আদী প্রকাশন 1st Edition 9789849244210 https://bookshelvez.com//Attachments/BookCovers/1050.jpg