“সী প্রেয়ার” বইটি মূলত একটি চিঠি।
চিঠিটি একজন বাবার।
পুত্রকে উদ্দেশ্য করে লেখা।
যদিও বাবাটির সাথেই রয়েছে ছেলেটি। কিন্তু বাবাটি জানে না এই চিঠিটা ছেলেটি পাবে কিনা।
বাবাটি তাই সমুদ্রের কাছে প্রার্থনা করে, যেন এই চিঠিটা ছেলেটি পায়।
সমুদ্রের কাছে পিতার সেই প্রার্থনাই ধ্বনিত হয়েছে ছোট্ট কিন্তু খুবই মর্মস্পর্শী এই বইতে।
বইটা পড়তে পড়তে আমাদের আয়লান কুর্দির কথা মনে পড়ে যাবে। সেই আয়লান কুর্দি যার নিথর দেহ এতটাই শান্ত আর সুন্দর আর স্নিগ্ধ আর ভয়ংকরভাবে পড়েছিল সমুদ্রতটে যেন প্রথম দেখায় মনে হতে পারে সে বুঝি ঘুমিয়ে আছে সেখানে। মূলত আয়লান কুর্দির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই বইটি লিখেছেন লেখক খালেদ হোসাইনি। বইটি উৎসর্গ করেছেন সেইসব হাজারো শরনার্থীকে যারা নিগ্রহ আর নিপীড়নের শিকার হয়ে বেছে নিয়েছিল সমুদ্র যাত্রার মতন ভয়ংকর অভিযান।
বইয়ের অলংকরণ করেছেন ড্যান উইলিয়ামস। পাতায় পাতায় জলরঙে আঁকা সেইসব ছবি হৃদয়ের অভ্যন্তরে খুব গভীর ছাপ ফেলে মুহূর্তের মধ্যেই মনকে আর্দ্র করে তোলে।
অনুবাদ খুবই চমৎকার হয়েছে। এই ধরণের চিঠির ভাষা যেমন শক্তিশালী হতে হয়, একটু গম্ভীর হতে হয় ঠিক সেইরকমই হয়েছে। অনুবাদককে তাই ধন্যাবাদর্হ।
স্পেশাল ধন্যবাদ পাবে আদী প্রকাশনী। দারুণ কাজ করেছে তারা। আর্ট পেপারে ছাপা রঙিন এই বইটির গায়ের দাম ২৭০ টাকা।
সবাইকে পড়ার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।
খালিদ হোসাইনি’র “সী প্রেয়ার”
Mehedie Hassan https://bookshelvez.com//Attachments/BookCovers/1050.jpgবইটা পড়তে পড়তে আমাদের আয়লান কুর্দির কথা মনে পড়ে যাবে। সেই আয়লান কুর্দি যার নিথর দেহ এতটাই শান্ত আর সুন্দর আর স্নিগ্ধ আর ভয়ংকরভাবে পড়েছিল সমুদ্রতটে যেন প্রথম দেখায় মনে হতে পারে সে বুঝি ঘুমিয়ে আছে সেখানে। মূলত আয়লান কুর্দির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই বইটি লিখেছেন লেখক খালেদ হোসাইনি। বইটি উৎসর্গ করেছেন সেইসব হাজারো শরনার্থীকে যারা নিগ্রহ আর নিপীড়নের শিকার হয়ে বেছে নিয়েছিল সমুদ্র যাত্রার মতন ভয়ংকর অভিযান।
খালিদ হোসাইনি’র “সী প্রেয়ার”
https://bookshelvez.com//Attachments/BookCovers/1050.jpg