Reviews by tag: হুমায়ুন আহমেদ

গল্প আবর্তিত হয়েছে আবুল কাশেম জোয়ার্দারকে ঘিরে, যার বাসায় পুফি নামের একটা বিড়াল রয়েছে। ছোটবেলায় পশু-পাখি বিষয়ক তিক্ত অভিজ্ঞতা থাকায় আবুল কাশেম সাহেব এইসব প্রাণী একদমই সহ্য করতে পারেন না। কিন্তু আবুল কাশেম সাহেবের ছোট্ট মেয়ে অনিকা যখন বাসায় পুফি বিড়ালটি নিয়ে আসে তখন থেকেই ঝামেলার শুরুটা হয়। দেখা যায় বিড়ালটি বাসায় না থাকলেও বিড়ালটিকে এখানে সেখানে দেখতে পান তিনি। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে বিড়ালটির ছবি তুললে তার আশেপাশের সব জিনিসের ছবি উলটো হয়ে যায়, যেন মনে হয় ছবিটি আয়নার ভেতর দিয়ে তোলা হয়েছে। রহস্য ক্রমশই ঘনীভূত হতে থাকে।