কথা বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়, তাঁর সাথে আমার পরিচয় আর তাঁর প্রেমে পড়া নিয়ে। বাংলা সাহিত্যের এই মহীরূহকে নিয়ে আমার মতন সামান্য পাঠক আর কীইবা লিখতে পারে এসবছাড়া? মানিককে উচ্চ মাধ্যমিকে অপছন্দ করেনি আমার দেখা এমন পাবলিকের সংখ্যা আমি হাতে গুনে বের করে দিতে পারি। আমি মানিকের ডাই হার্ড ফ্যান হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তাঁর “পদ্মা নদীর মাঝি” শেষ করতে পারিনি। কিন্তু মানিক যে কত অসাধারণ লেখে তা জানতে আমাকে এতটা বছর কেন ব্যয় করতে হল তার উত্তর আমি আজো পাইনি।